কিশোরগঞ্জের কুলিয়ারচরে হক্ব ও তরিকতপন্থীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার কুলিয়ারচর থানায় মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ৯ জনকে গ্রেফতার করে।
কুলিয়ারচর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত সোমবার ইদে মিলাদুন্নবী উপলক্ষে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী এলাকায় জশনে জুলুসের মিছিলকে কেন্দ্র করে হক ও তরিকতপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ছয়সূতী পূর্বপাড়া গ্রামের জমির উদ্দিন জাবু মিয়ার ছেলে মীর মোহাম্মদ মিলন নিহত হন। তিনি কুলিয়ারচর উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য। সংঘর্ষ চলাকালে তরিকতপন্থীরা ছয়সূতী বাজার জামে মসজিদ এবং হক্বপন্থীরা সৈয়দ আবু মোহাম্মদ মঞ্জুরুল হামিদ (রহ.) মাজার ভাঙচুর করে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান জানান, এ ঘটনায় নিহতের আত্মীয় ছয়সূতী মসজিদের খতিব হানিফ মিয়া বাদী হয়ে ৬৮ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে মঙ্গলবার কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ এজাহারভূক্ত ৭ জন এবং সন্দেহভাজন ২জনসহ মোট ৯ জনকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এএম