বগুড়া শহরের কামাড়গাড়ীতে নূর মোহাম্মদ (৩৫) নামের এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নূর মোহাম্মদ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মারিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
আহত নূর মোহাম্মদ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হামলাকারী সন্দেহে নূর মোহাম্মাদের আপন বড় ভাই আব্দুল মজিদকে (৪২) ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
হামলার শিকার নূর মোহাম্মাদের ছেলে মেহেদি হাসান বলেন, তার বাবার সাথে তার চাচাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এসব ঘটনায় বগুড়ার আদালতে মামলা বিচরাধীন। মঙ্গলবার আদালতে মামলার হাজিরা দিয়ে রিকশাযোগে জামিলনগর ফেরার পথে কামাড়গাড়ী রেলঘুমটির কাছে তার ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
মেহেদি হাসান আরও বলেন, তার বাবাসহ তিনজন রিকশায় ছিলেন। পিছন থেকে হত্যার জন্য রামদা দিয়ে কোপানো হয়। এসময় উত্তেজিত জনতা তার বড় চাচা আব্দুল মজিদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই দুলাল হোসেন জানান, নূর মোহাম্মদ নামের এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে আহতের ঘটনায় তার বড় ভাই আব্দুল মজিদকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম