খাগড়াছড়ির মহালছড়িতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইউনুছের জাল সনদ দিয়ে চাকরি করা, জালিয়াতির মাধ্যমে দুর্নীতি ও সরকারি বিধি অমান্য করে ঘুষের বিনিময়ে ভুয়া শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মুহাম্মদ ইউনুছ ১৯৯১ সালের আলিম সনদ জাল করে দীর্ঘদিন যাবত চাকরি করে আসছে। এ ছাড়া সরকারি বিধি ও আইন অমান্য করে জন প্রতি ৮ লাখ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগ দেয়।
অবৈধ নিয়োগকে বৈধ করার জন্য একটি জাতীয় পত্রিকার বিজ্ঞাপনও জাল করে প্রধান শিক্ষক। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে এলাকাবাসী।
বিডি প্রতিদিন/এমআই