ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফিরোজুর রহমান নিরু খলিফাকে ( ৪৬) গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাকে ফরিদপুর আদালতে হাজির করা হয়।
গত ৪ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু বাদী হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা থানায় একটি মামলা করেন। মামলায় নিক্সন চৌধুরীসহ ১১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার তালিকাভুক্ত আসামি হিসেবে নিরু খলিফাকে গ্রেফতার করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান নিরু খলিফার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল