নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে প্রশাসন ক্যাডার অপসারণ করে যোগ্যতাসম্পন্ন নার্স পদায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে চুয়াডাঙ্গায় কর্মরত ও শিক্ষার্থী নার্সরা। রবিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা জানায়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্টার নানা অনিয়মে জড়িত। এ কারণে যোগ্যতাসম্পন্ন হয়েও নার্সদের নানাভাবে বঞ্চিত হতে হচ্ছে। এ অবস্থায় ওই সকল পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অপসারণ করতে হবে। একই সাথে ওই সকল পদে যোগ্যতাসম্পন্ন নার্সদের পদায়ন করতে হবে।
বিডি প্রতিদিন/এএ