দিনাজপুরের বিরলের আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন আলীর পদত্যাগের দাবিতে সর্বস্তরের ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে।
রবিবার বিরলের আজিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল চৌরঙ্গী বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পূণরায় পরিষদে ফিরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হোল্ডিং ট্যাক্সের অর্থ আত্মসাৎ, দুর্নীতিবাজ, ঘুষখোর, নারীলোভী, নেশা ও মাদকদ্রব্যের গডফাদার, ভুয়া প্রকল্প ও বিচার শালিসের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যাবহারকারী চেয়ারম্যান মো. লিটন আলী পদত্যাগ না করলে শিগগিরই বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবক মিজানুর রহমান, এম এ রাসেল, ইউপি সদস্য মোস্তাক হোসেন রবি, ইউপি সদস্য নিজামুল ইসলাম, তৈমুর আলী, ছাত্র মোঃ নাসিম, শাহরিয়ার আলম, সবুজ, সজিব, সাত্তার আলী প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল