খুলনার ডুমুরিয়ার নাশকতার দুই মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি গোলাম পরওয়ারসহ ৪৯ জনকে খালাস দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে বিচারক নীলা কর্মকার এ রায় ঘোষণা করেন। আইনজীবী আবু ইউসুফ মোল্লা বলেন, ২০১৮ সালে ডুমুরিয়ার বামনদিয়ায় বোমা উদ্ধারের নাটক সাজিয়ে মিথ্যা মামলায় ১৮ জনের নামে মামলা দেয় পুলিশ। মিয়া গোলাম পরওয়ার আরেক মামলায় কারাগারে থাকা অবস্থায় এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার একই এজাহার থেকে দু’টি চার্জশীট দাখিল হয়। একটি বিশেষ ক্ষমতা আইনে ও অপরটি বিস্ফোরক দ্রব্য আইনে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোলাম পরওয়ার বলেন, আলহামদুলিল্লাহ ন্যায় বিচার পেয়েছি, আমি সন্তুষ্ট। মিথ্যা মামলায় দীর্ঘ বছর আমাকে হাজিরা দিতে হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ