গাজীপুরের শ্রীপুরের বাঁশবাড়ি গ্রামে চোর সন্দেহে ঘুম থেকে তুলে যুবককে পেটানোর পর মৃত্যুর ঘটনায় বিএনপি নেতাসহ ৭ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নিহত যুবকের বাবা মো: নাছির বাদী হয়ে শ্রীপুর থানায় মামলার আবেদন করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলায় শৈলাট মেডিক্যাল মোড়ের গ্রামের মনির উদ্দিনের ছেলে কামরুল হাসান লিটন (৫০), একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে বাবুল মন্ডল (৪৫), মৃত টেপপাঞ্জুর ছেলে শফিকুল ইসলাম (৩২), মৃত তাজুম আলীর ছেলে মো: জলিল (৬৫), তার ছেলে সোহাগ (৪০), মৃত মগার ছেলে ইউসুফ (৪০), মৃত সুমেসের ছেলে ছাত্তারসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। কামরুল হাসান লিটন উপজেলার গাজীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
বিডি প্রতিদিন/এএ