কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেছে।
আজ বুধবার দুপুরে হবিগঞ্জ সদর, লাখাই এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান সিতুসহ অন্যান্যরা।
পরে রেজাউল কবির এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ এদেশে গণতন্ত্রের কবর দিয়েছিল। কিন্তু জাতীয়তাবাদী দল ও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় দিয়ে এদেশকে মুক্ত করা হয়েছে। জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, জনগণ সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।
এদিকে, বুধবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হবিগঞ্জ শহরের সরকারী বৃন্দাবন কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেছেন।
এসময় তিনি শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন। পরে কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপন করেন। এসময় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ