পটুয়াখালীতে নবাগত জেলা প্রশাসকের (ডিসি) আগমন উপলক্ষ্যে গলাচিপা উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
তিনি শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে উপজেলা প্রশাসন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান, গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
বিডি প্রতিদিন/