প্রতিপক্ষের হাতুড়িপেটায় যশোরের আলোচিত সন্ত্রাসী সাইফুল ইসলাম সাগরের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাগর দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। একটি অস্ত্র মামলায় জেল খেটে দুই সপ্তাহ আগে বাড়িতে ফেরেন তিনি। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি সদর উপজেলার ভেকুটিয়া বাজারে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার দুই পা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে হাতুড়িপেটা করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা সাগরকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথে পদ্মা সেতুর কাছাকাছি পৌঁছালে মারা যান তিনি।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, সাগর হত্যার ব্যাপারে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি। তবে পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম