বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরের নিহত শহিদ ৮ পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। মঙ্গলবার বেলা ১২টায় শহরের কাঠপট্রিতে অবস্থিত বিএনপি অফিসে এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফউদ্দিন বকুল।
জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এবং সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপনের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক মোঃ আতিকুর রহমান রুমন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ূম জঙ্গি, কৃষক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশর্যাফ নান্নু, রশিদুল ইসলাম লিটন, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন প্রমুখ। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ৮ শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ