বাগেরহাটের মোরেলগঞ্জ তুলাতলা মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪৬ তম আবাসিক ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে বাগেরহাট জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম আনুষ্ঠানিকভাবে ১০০ জনের আবাসিক এ ব্যাচের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহা. মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের যুব আমির শেখ মঞ্জুরুল হক রাহাত, উপজেলা বিএনপির আহব্বায়ক শহিদুল হক বাবুল ও জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাত হোসাইন। ৪৬ তম ব্যাচে কম্পিউটার এ্যাপ্লিকেশন, ড্রেস মেকিং এন্ড টেইলরিং ও সার্টিফিকেট ইন বিউটিফিকেশেনের আবাসিক শাখায় নির্ধারিত ১০০টি আসন রয়েছে।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ইসলাম, দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিয়ার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মল্লিক জাকির হোসেন, প্রশিক্ষক জেনি আক্তার, লিয়া আক্তার, আদুরি আক্তার, আনিসা আক্তার ও শিক্ষর্থী হাসি আক্তার।
বিডি প্রতিদিন/হিমেল