ময়মনসিংহের ফুলপুরে গত কয়েকদিনের টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কাঁচা পাকা বহু সড়ক ভেঙে গেছে। সম্প্রতি বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে যে সকল সড়ক ভেঙে গেছে ওইসব জায়গা পারাপার সহজ করতে বিভিন্ন ভাঙনে বাঁশের সেতু নির্মাণ করা হচ্ছে। উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মারুয়াকান্দি টু ডোবার বাজার সড়কে ৬টি জায়গা ভেঙে গেছে। ওই ভাঙন দিয়ে নদীতে নামছে পানি। এর ফলে মারুয়াকান্দি, ফুটিয়াকান্দি, পুড়াপুটিয়া ও কয়েকটি গ্রামের মানুষ হাটবাজার করতে যেতে পারছেন না। যদিও কেউ কেউ নৌকায় করে হাটবাজার করছেন কিন্তু নৌকা খুবই অপ্রতুল ও ভাড়া অসহনীয়।
তাই ওইসব ভাঙন জায়গাগুলোতে বাঁশের সেতু নির্মাণ করে পারাপার সহজ করতে এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্র জমিয়ত। ছাত্র জমিয়ত সিংহেশ্বর ইউনিয়ন শাখা প্রথমত ভয়াবহ ভাঙনগুলোতে বাঁশের সেতু নির্মাণ করে দিচ্ছে। শুক্রবার তারা সেতু নির্মাণ কাজ শুরু করে। এই সেতুটি নির্মিত হলে প্রায় ১০ গ্রামের মানুষের হাটবাজার করা সহজ হয়ে যাবে। ছাত্র জমিয়ত নেতা মাওলানা মূসা কালীমুল্লাহ জানান, পর্যায়ক্রমে অন্যান্য ভাঙনগুলোতেও শুরু হবে সেতু নির্মাণ কাজ। চলতি সেতুটি নির্মাণে অংশ নিয়েছেন, সিংহেশ্বর ইউনিয়ন ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমেদ, প্রচার সম্পাদক আশিকুর রহমান মিস্টার, ছাত্র জমিয়ত নেতা মাওলানা মূসা কালীমুল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ