চট্টগ্রাম-১৩ আসনের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে বলে মনে করবেন না যে, স্বৈরাচার-ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেছে। ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তারা শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। কোনোভাবেই কোনো গুজবে কান দেওয়া যাবে না। আমরা আপনাদের পাশে আছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করুন।
শুক্রবার রাতে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, জনগণের চেয়ে বেশি শক্তিশালী আর কেউ নেই। সেই জনগণের মধ্যে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে জনপ্রিয়তা, তা আমাদের ধরে রাখতে হবে। জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বিএনপিতে কোনো অন্যায়, জুলুমবাজ সন্ত্রাসীর ঠাঁই হবে না।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সদস্য নজরুল ইসলাম, কাজী নুরুল ইসলাম, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাগর মিত্র, সাধারণ সম্পাদক প্রদীপ ধর, দক্ষিণ জেলা যুবদলের সহ-সম্পাদক আলম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুবদল নেতা হান্নান রহিম তালুকদার, আলমগীর খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর শাহেদ খান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই