মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনে মাদারীপুরের শিবচর পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার ট্রলার থেকে চারটি ব্যাটারি, দুটি কন্ট্রোলার, ২০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার ভোর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযানের প্রথম দিনেই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃত্বে নৌ-পুলিশ ও মৎস্য অফিসের টিম পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় অসাধু ৫ জেলেসহ জাল, ব্যাটারি, কন্ট্রোলার ও মাছ জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, প্রথম অভিযান রাত ১২টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত পরিচালনা হয়েছে। জেলেদের আটকসহ জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। ইলিশ সংরক্ষণের জন্য কঠোর অভিযান চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এমআই