আজ সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫,৬০০ কেজি ভারতীয় আপেল, ১৭৫০ কেজি চিনি, ২৩ বোতল মদ, ১৭০০ কেজি বাংলাদেশি রসুন, ১০০ কেজি সুপারি, ১টি টাটা ট্রাক ও ১টি সিএনজি জব্দ করে। জব্দকৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে নিয়মিতভাবে বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ