রংপুরের পীরগঞ্জে রান্নার জ্বালানির জন্য শুকনো পাতা কুড়ানোকে কেন্দ্র করে বুলবুলি বেগম (৪০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। রবিবার উপজেলার চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনায় থানায় মামলার পর ৩ জনকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার বিকেলের দিকে উপজেলার চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া গ্রামের সাহাবুল মিয়ার স্ত্রী বুলবুলি বেগম (৪০) খুশী মিয়ার স্ত্রী মমতা বেগম (৪৫) রান্নার জন্য একটি ইউক্যালিপটাস গাছের বাগানে শুকনো পাতা কুড়াতে যান। সেখানে তাদের মাঝে ঝগড়ার এক পর্যায়ে মমতা বেগম বুলবুলিকে ধাক্কা দিলে গাছের সঙ্গে লেগে মাথায় গুরুতর আঘাত পান। বুলবুলিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি রাতে মারা যান।
এ ঘটনায় বুলবুলির মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে মমতা বেগম, তার স্বামী খুশী মিয়া এবং প্রতিবেশী পারভীন বেগমকে আসামি করে হত্য মামলা দায়ের করেন।
এ ব্যাপারে থানার ওসি এম এ ফারুক বলেন, বুলবুলির মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে ৩ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করলে ৩ আসামিকেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল