পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি মহল ব্যাপক অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইঁয়া। এ ধরণের ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়িতে জেলা বিএনপির উদ্যোগে সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে সোমবার (১৪ অক্টোবর) বিকেলে এক সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় ওয়াদুদ ভূইঁয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। একই সাথে পাহাড়ি-বাঙালি মিলেমিশে থাকার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তিনি নেতাকর্মীদের জনগণের সাথে ভালো ব্যবহার করারও পরামর্শ দেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য শেখ হাসিনার প্রেতাত্মারা গভীর ষড়যন্ত্র করছে।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীনচন্দ্র চাকমা, সহ সভাপতি আবু ইউসুপ চৌধুরী মংশোতোয়াই, এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে জেলার নয়টি উপজেলার সাংগঠনিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক