রংপুরের গঙ্গাচড়ায় ২৭০ বোতল ফেনসিডিল ও ৩ কেঁজি গাজা রাখার দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালতের বিচারক। বুধবার দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ রায় প্রদান করেন।
আসামীরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত দুই আসামি হল,গঙ্গচড়া উপজেলার জয়রাওঝা গ্রামের আব্দুল জব্বারের ছেলে দছির উদ্দিন ও মৃত আকবর আলীর ছেরে মহুবার রহমান।
মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়রাম ওঝা গ্রামের দছির উদ্দিন ও মহুবার রহমানের বাড়িতে তল্লাশী চালিয়ে পুলিশ ২শ ৭২ বোতল ফেনসিডিল ও ৩ কেঁজি গাজা উদ্ধার করে। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় দুই আসামীকে গ্রেফতার করে আদালতে চালান দেয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। পরে তারা জামিনে মুক্ত হয়। তদন্ত শেষে দুই আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করা হয়। মামলাতে ৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক দুই আসামী দছির উদ্দিন ও মহুবার রহমানকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাজ্জীবন সশ্রম কারাদন্ডও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অন্য ধারায় দুই আসামীকে আরো ২ বছর সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়। উভয় দন্ডই গ্রেফতার হওযার দিন থেকে এক সাথে কার্যকর হবে বলে আদেশ প্রদান করেন আদালত।
সরকার পক্ষের আইনজীবী বিশেষ পিপি জয়নাল আবেদীন অরেঞ্জ জানান, আসামিরা সময়ের আবেদন দিয়েছিল। বিচারক সময়ের আবেদন না মঞ্জুর করে রায় ঘোষণা করেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারী ও সাজা পরোয়না জারির আদেশ দিয়েছে আদালত।
বিডি প্রতিদিন/এএম