চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাকের ধাক্কায় লুসি বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত লুসি বেগম জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের মৃত তাইজুল ইসলামের স্ত্রী।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঝিলিকপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, সকালে বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। রাস্তায় লোকজন না থাকায় ঘাতক যানটি পালিয়ে যায়। তবে সেটি শনাক্তের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ