ভাঙ্গায় আওয়ামী লীগের দুই নেতা ও ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাদেরকে ভাঙ্গা পৌরসভার গজারিয়া মহল্লা ও আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে ।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক ফকির (৫০) ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ নূর মোহাম্মদ (৪৬) এবং আলগী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল মোল্লা (২৮)।
গত ৪ সেপ্টেম্বর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু বাদী হয়ে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনসহ ১১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে ভাঙ্গা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করেন। তাদের ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকা থেকে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক ফকির ও পৌর আ-লীগের সাংগঠনিক সম্পাদক শেখ নুর মোহাম্মদ এবং আলগী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জুয়েল মোল্লাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ