ঝিনাইদহের শৈলকুপায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবির হোসেন (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামের কালী নদীতে এ ঘটনা ঘটে।
আবির হড়রা গ্রামের রুহুল জোয়ার্দ্দারের ছেলে ও দিগনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বন্ধু নাফিসের সাথে আবির কালী নদীতে গোসল করতে যায়। সে সাঁতার দিয়ে নদী থেকে শাপলা তুলতে গিয়ে আর ফিরতে পারেনি। এ সময় বন্ধু নাফিস ঘটনা টের পেয়ে আবিরকে উদ্ধারের চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়।
নাফিসের চিৎকারে স্থানীয়রা এসে আবিরকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল