মৌলভীবাজারের কুলাউড়ায় কুখ্যাত ডাকাত ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীররাতে উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবাল ওই ইউনিয়নের ইসলামনগর গ্রামের মৃত ছিলিক মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার গভীররাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান, হেমায়েত হোসেন ও এএসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভাটেরা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাটেরা এলাকা থেকে কুখ্যাত ডাকাত ইকবালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি মো. গোলাম আপছার বলেন, গ্রেপ্তারকৃত ইকবালের বিরুদ্ধে ৫টি ডাকাতি, ৩টি অস্ত্র, ২টি চুরির মামলা রয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম