বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ টানা পাঁচ বছরেও শেষ হয়নি। ২০১৯ সালের ডিসেম্বর মাসে বি. বি. আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়ের একতলা ভবনের উপর আরও তিনতলা ভবন বর্ধিতকরণের কাজ শুরু হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় দেড় কোটি টাকা চুক্তি মূল্যে নির্মাণাধীন এ ভবনটির কাজ শেষ করে হস্তান্তরের কথা ছিলো ২০২১ সালের জুলাই মাসে।
কিন্তু চলতি বছরের ডিসেম্বরেও কাজ শেষ হবার কোনো লক্ষন নেই। ফলে বিদ্যালয়টির ৪ শত শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারি দীর্ঘ সময় ধরে দুর্ভোগের মধ্যে রয়েছেন। ব্যাহত হচ্ছে কাঙ্খিত পাঠদান। ক্ষোভ বাড়ছে স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষের মনে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, বর্ধিত অংশের ৩ তলায় ৯টি কক্ষ নির্মাণের কাজ পাঁচ বছর ধরে চলছে। কবে শেষ হবে কেউ জানে না। মূল ঠিকাদার কখনোই এখানে আসেনি। নিচু টিনশেড ভবনে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে ভবনটির ঠিকাদারি কাজ কয়েকদফা হাত বদল বা বিক্রি হয়েছে। বর্তমানে কাজ করছেন বিদ্যালয় সংলগ্ন মো. হাসান হাওলাদার। ভবনটি নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাজটি নিয়েছি মো. মোতালেব হোসেনের নিকট থেকে। সে আমার আত্মীয়। আপনারা তার সাথে কথা বললে ভালো হয়’।
দ্বিতীয় ঠিকাদার ব্যাংক কর্মকর্তা মো. মোতালেব হোসেন বলেন, ‘কাজটি নিয়ে অনেক লস হয়েছে। একটি প্রতারক চক্র কিছু টাকা আত্মসাৎ করেছে তাই কাজটি শেষ করতে আরও কিছুদিন সময় লাগবে। তবে, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার টার্গেট রয়েছে’।
প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে বাগেরহাটের মেসার্স মোস্তাফিজ ট্রেডার্স। ঠিকাদার মোস্তাফিজুর রহমান দেশের বাইরে থাকায় তার সাথে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. নাফিজ আকতার বলেন, ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। আগামী বছরের (২০২৫ সালের) ফেব্রুয়ারি মাসের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ করে হতান্তর করার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল