বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতির তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মূদ্রা তহবিল বা আইএমএফ। তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং তারপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের চির প্রতিদ্বন্দ্বী দেশ চীন।
চলতি বছর যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধির হার ২.৭ শতাংশ। বিশ্বের শীর্ষ ধনী দেশটির জিডিপি ২৮.৭৮ ট্রিলিয়ন ডলারের। ১৯৬০ সাল থেকেই তারা বিশ্বের শীর্ষ ধনী দেশের তকমা ধরে রেখেছে। তাদের মাথাপিছু আয় ৮৫ হাজার ডলার।
অপরদিকে, চীনের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার ৪.৬ শতাংশ। দেশটির জিডিপি ১৮.৫৩ ট্রিলিয়ন ডলারের। তাদের মাথাপিছু আয় ১৩ হাজার ডলার।
উৎপাদন, রপ্তানি, বিনিয়োগ দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি। ১৯৬০ সালে দেশটির অবস্থান ছিল চতুর্থ। তৃতীয় স্থানে থাকা জার্মানির বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি হার ০.২ শতাংশ। তাদের জিডিপি ৪.৫৯ ট্রিলিয়ন ডলারের। মাথাপিছু আয় ৫৪ হাজার ডলার।
তালিকার চতুর্থ স্থানে থাকা জাপানের প্রবৃদ্ধির হার ০.৯ শতাংশ। দেশটির জিডিপি ৪.১১ ট্রিলিয়ন ডলারের। মাথাপিছু আয় ৩৩ হাজার ডলার। প্রকৌশল, গাড়ি নির্মাণ, রাসায়নিক ও ওষুধ খাতে তাদের শক্তিশালী অবস্থান রয়েছে। ভারতের বার্ষিক প্রবৃদ্ধির হার ৬.৮ শতাংশ। কৃষি খাত ও সরকারি সহায়তামূলক কর্মসূচির কারণে ভারতের গ্রামীণ এলাকায় বসবাসকারীদের খরচ করা ক্ষমতা বেড়েছে।
সূত্র : ফোর্বস ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/বাজিত