সিনেমা মুক্তির তিন বছরেও পারিশ্রমিক পাননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী দিলরুবা হোসেন দোয়েল। নির্মাতা এন রাশেদ চৌধুরীর সরকারি অনুদানের ছবি ‘চন্দ্রাবতী কথা’য় অভিনয় করেছিলেন তিনি। ২০১৩-১৪ অর্থবছরে অনুদান পেলেও সিনেমাটি হলে মুক্তি পায় ২০২১ সালে। তবে এখনো সেই সিনেমার পারিশ্রমিক পাননি বলে জানিয়েছেন দোয়েল। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে নির্মাতার বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি। দোয়েল বলেন, ‘সরকারি অনুদানের চন্দ্রাবতী কথা সিনেমায় অভিনয় করেছিলাম। পরবর্তী সময়ে সিনেমাটির সহপ্রযোজনায় যুক্ত হয়েছিল বেঙ্গল ক্রিয়েশনস। এটার ডিজিটাল রাইট কিনেছে চ্যানেল আই। সিনেমাটি মুক্তি দিতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। কিন্তু ছবি মুক্তির তিন বছর হয়ে গেলেও এ সিনেমার কলাকুশলী, আর্টের লোক, কস্টিউমের লোক, প্রোডাকশনের লোক টাকা পায় না কেন? পরিচালকের তো সমস্যা হয়নি। এ বছর তিনি আরও একটি সিনেমার জন্য অনুদান পেয়েছেন।’ দোয়েল বলেন, ‘ওই সময়ে এসব কথা চাইলেও বলা যায়নি। আর কাকে বলতাম? অভিনয়শিল্পী সংঘ? আমি তো কোনো সংগঠনের সদস্যই না।’