দীর্ঘ আইনি লড়াই শেষে জয়ী হলো ভারতীয় বাংলা ছবি 'খোকাবাবু' ও 'খোকা ৪২০'। আদালতের নির্দেশে গতকাল সেন্সর বোর্ডে দেখা হলো 'খোকাবাবু' এবং আজ দেখা হবে 'খোকা ৪২০'। শিগগিরই ছবি দুটি মুক্তি দেওয়া হবে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠান খান ব্রাদার্সের পক্ষে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহ-সভাপতি সুদীপ্ত কুমার দাস। এ বিষয়ে সেন্সর বোর্ডের সচিব নিজামুল কবিরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছবি দুটি সেন্সরবোর্ডে জমা পড়েছে এবং সেন্সর করা হচ্ছে।
'খোকাবাবু' ছবিটি পরিচালনা করেন ডি শংকর আইয়া। অশোক ধানুকা ও এস কে মুভিজ প্রযোজিত এ ছবিতে অভিনয় করেন দেব, শুভশ্রী, ফেরদৌস, লাবণী সরকারসহ অনেকে। এটি ভারতে মুক্তি পায় ২০১২ সালের ১৩ জানুয়ারি। অন্যদিকে রাজীব বিশ্বাস পরিচালিত ও দেব, নুসরাত, শুভশ্রী অভিনীত 'খোকা ৪২০' ছবিটিও প্রযোজনা করেন অশোক ধানুকা ও এস কে মুভিজ। এটি সেখানে মুক্তি পায় ২০১৩ সালের ১৪ জুন। দুটি ছবিই সুপার হিট ব্যবসা করে।