প্রবাসী সংগীতশিল্পী রাজা ক্যাসিফ ও রুবাইয়েত জাহানের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন মডেল ও অভিনেতা আমান রেজা। তিনি জুন মাস থেকে ইংল্যান্ডে অবস্থান করছেন। সেখানেই বিভিন্ন মনোরম জায়গায় ‘আসো না তুমি আর’ শিরোনামের গানটির দৃশ্যধারণ করা হয়েছে।
রাজা ক্যাসিফ ও রুবাইয়েতের কণ্ঠে গানটির ভিডিও পরিচালনা করেছেন মিনহাজ কিবরিয়া ও ক্যাসিফ। সংগীতায়োজনের পাশাপাশি গানটি লিখেছেন রুবাইয়েত জাহান।
আমান রেজা বলেন, এ গানটি সবার নজর কাড়বে বলে আশা করছি। চমৎকার সব লোকেশনে সময় নিয়ে গানটির ভিডিও পরিচালনা করেছেন তারা। আশা করি সকলের পছন্দ হবে গানটি। খুব শিগগিরই দেশের সব টিভি চ্যানেলে গানটির প্রচার শুরু হবে বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/ ১২ আগস্ট, ২০১৫/ রশিদা