লাইভ কনসার্টে পারফর্ম করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন ব্রাজিলিয়ান রকস্টার আয়রেস সাসাকি। একজন গা ভেজা ভক্তকে জড়িয়ে ধরার পরই মৃত্যু হয় গায়কের। এ ঘটনায় আয়োজকদের গাফিলতির অভিযোগ উঠেছে।
সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের স্যালিনোপলিসের একটি হোটেলে পারফর্ম করার সময় দুর্ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী এই তারকার অস্বাভাবিক মৃত্যুতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।
এ ঘটনায় গায়কের খালা রিটা মাতোস দুঃখ প্রকাশ করে বলেন, মঞ্চে পারফর্মের সময় ভক্তের শরীর কেন ভেজা ছিল তা অজানা। আয়রেস সাসাকি ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমে দুর্দান্ত গিটার বাজানো ও তার অতুলনীয় গানের বেশ পরিচিত ছিলেন।
ব্রাজিলিয়ান এ তারকা মঞ্চের বাইরে একজন স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ছিলেন। মাত্র ১১ মাস আগে বিয়ে করেছেন।
জানা গেছে, আয়রেস সাসাকি গান গাওয়ার সময় হঠাৎ পানিতে ভেজা একজন ভক্ত এগিয়ে আসলে তাকে জড়িয়ে ধরেন। তারপর বিদ্যুৎস্পৃষ্টে ছিটকে পড়ে যান। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর মৃত্যুর পর প্রশ্ন উঠেছে ভক্তের শরীর কেন ভেজা ছিল? এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা?
বিডি প্রতিদিন/নাজমুল