আলিয়া ভাটের নিরাপত্তায় ১০০ জন নিরাপত্তাকর্মী। এমন ঘটনাই ঘটছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমা ‘আলফা’র শুটিং সেটে। সিনেমাটিতে ভিলেনের চরিত্রে আছেন ববি দেওল।
সিনেমার শুটিংয়ে ১০০ জন নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছে প্রযোজনা সংস্থা। কিন্তু কেন?
নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’য় প্রধান ভূমিকায় আলিয়া ভাট। তার প্রতিদ্বন্দ্বী ববি দেওল। জুলাই মাসের শুরু থেকে মুম্বাইয়ে আন্ধেরির যশরাজ স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হয়। আর সেই সেটে ১০০ জন নিরাপত্তারক্ষীকে নিয়োগ করা হয়েছে।
আলিয়া ভাট ও ববি দেওলকে এই সিনেমাতে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে দেখা যাবে।
কোনো দৃশ্যের ফুটেজ যাতে ফাঁস না হয়ে যায় সে কারণেই নিরাপত্তার এতো তোড়জোর। সিনেমাটির আকর্ষণ একটি বিশেষ অ্যাকশন দৃশ্য। যেখানে আলিয়া ও ববিকে হাতাহাতি থেকে শুরু করে অস্ত্রের ব্যবহার করে লড়তে দেখা যাবে। চার দিন ধরে শুটিং চলবে এই দৃশ্যের, এমনটাই জানা গেছে।
এই অ্যাকশনের দৃশ্যে ডিজাইন করেছেন আর্ট ডিরেক্টর অমিত রায় ও সুব্রত চক্রবর্তী। ‘আলফা’ পরিচালনা করছেন শিব রাওয়েল।
বিডি প্রতিদিন/নাজমুল