হোটেলের বারান্দা থেকে পড়ে গিয়ে ব্রিটিশ সংগীতশিল্পী ও জনপ্রিয় ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্য লিয়াম পেইন মারা গেছেন।
বুধবার (১৬ অক্টোবর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের স্থানীয় সময় বিকেল ৫টায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস একটি হোটেলের তৃতীয় তলা থেকে পড়ে গিয়ে মারা যান ৩১ বছর বয়সী এই গায়ক।
ধারণা করা হচ্ছে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন পেইন। এরপর হোটেলের বারান্দা থেকে লাফিয়ে পড়েন।
গত ২ অক্টোবর আর্জেন্টিনায় একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন পেইন। এরপর থেকে দেশটিতেই অবস্থান করছিলেন তিনি।
পেইনের মৃত্যুর খবরে সেই হোটেলের বাইরে ভিড় জমান অসংখ্য ভক্ত। তার এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।
মাত্র ১৬ বছর বয়সে ওয়ান ডিরেকশনের অংশ হন পেইন। একাধিক অ্যালবামে হ্যারি স্টাইল ও জেইন মালিকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০১৬ সালে তাদের ব্যান্ড ভেঙে গেলে এরপর একক পারফর্ম নিয়েই ব্যস্ত থাকতেন এই গায়ক।
বিডি প্রতিদিন/কেএ