বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান না করে শান্তিপূর্ণ আন্দোলন অশান্ত এবং শত শত ছাত্র-জনতার প্রাণহানির দায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এড়াতে পারেন না। সেজন্য ওবায়দুল কাদেরকে দলীয় সাধারণ সম্পাদকের পদ এবং মন্ত্রিসভা থেকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। নইলে তাঁকে অব্যাহতি দিতে হবে। ছাত্রদের রক্তে ভেজা রাস্তা দিয়ে ওবায়দুল কাদের পতাকা উড়িয়ে চলাচল করবেন দেশের জনগণ তা মেনে নিতে পারে না। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম দেন। ফিরোজ রশীদ ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ গণহত্যার বিচার করতে হবে। গণগ্রেপ্তার বন্ধ এবং গ্রেপ্তার ছাত্রদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তিনি বলেন, ‘হারুন-উর-রশীদ এবং বিপ্লব সরকারের মতো যেসব অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা ছাত্রদের আন্দোলন দমনে নৃশংসতা চালিয়েছেন তাদের বরখাস্ত করতে হবে। দেশের নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত কোটা প্রশ্নে হাই কোর্টের যে বিচারপতিরা বিতর্কিত রায় দিয়ে ছাত্র আন্দোলন উসকে দিয়েছেন তাঁরাও দায় এড়াতে পারেন না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে। জাপার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশ থেকে যেসব আমলা, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন তার শে^তপত্র প্রকাশ করে দোষীদের বিচার করতে হবে। এখনো সারা দেশে চলমান আন্দোলন দমনের নামে যে জুলুম-নির্যাতন এবং গণগ্রেপ্তার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। ছাত্রদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। এ আন্দোলনে এ পর্যন্ত যারা নিহত হয়েছে তার প্রতিটি হত্যাকা-ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
শিরোনাম
- বিআরটি প্রকল্পে বাস সার্ভিস চালু
- ইসরায়েল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির
- কুকুরকে ধর্ষণ, হাতেনাতে ধরা যুবক
- কোন ওয়েবসাইট ভিজিট করা অনিরাপদ জানবেন যেভাবে
- ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার
- স্বামীর সঙ্গে কেন কাজ করতে নারাজ বিদ্যা বালান?
- ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’
- বিরোধীদের ‘সন্ত্রাসবাদী’ হিসেবে প্রচার করত আওয়ামী লীগ: যুক্তরাষ্ট্র
- ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু
- ‘ক্রিসমাস ট্রি’ ছায়াপথ : উন্মোচিত করলো মহাবিশ্ব গঠনের রহস্য
- ২০২৬ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা জানালেন নেইমার
- পাকিস্তানে তেল-গ্যাসের নতুন বিশাল খনির সন্ধান
- ১০ ট্রাক অস্ত্র মামলায় ফের যুক্তি উপস্থাপন আজ
- বুমরাহকে কেন টেস্টে অবসর নিতে বলছেন শোয়েব আখতার?
- যে কারণে সিরিয়ার সর্বোচ্চ পর্বত তড়িঘড়ি দখল করে নিল ইসরায়েল
- আদানির বিপুল দায় মেটাতে হিমশিম, এডিপি কাটছাঁট
- রহস্যের হাসি হেসে শাস্তি পেলেন গুলবাদিন
- ‘আজব আনপ্লাগড’ কনসার্ট নিয়ে জয়-এলিটা
- সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১৭০