কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে অনড় প্রধান বিরোধী দল বিজেপি। শুক্রবার গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। নন্দীগ্রাম, আসানসোল দক্ষিণ, ঘোলাসহ একাধিক থানায় বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়।
নদিয়ায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অবরোধ চলার কারণে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। শান্তিপুর-ফুলিয়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে এবং মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কর্মসূচি চালায় বিজেপি কর্মী সমর্থকরা।
মৃত ছাত্রীর বাড়ি পশ্চিমবঙ্গের যে ঘোলা থানার অন্তর্গত, সেখানে বিক্ষোভ দেখায় রাজ্যটির বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তার সাথেই ছিলেন দলের সাবেক সাংসদ অর্জুন সিং, দলের উত্তর শহরতলী জেলা সভাপতি অরিজিত বক্সী সহ দলীয় কর্মী সমর্থকরা।
বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। তিনটি ব্যারিকেড করা হয় বিজেপি দলীয় কর্মীদের সমর্থকদের আটকানোর জন্য। কিন্তু প্রথম ব্যারিকেড ভেঙ্গে ভিতরে ঢোকেন শুভেন্দু সহ বাকিরা। এরপর থানার কিছুটা দূরে দাঁড়িয়ে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন শুভেন্দু সহ বাকিরা। দাবি ওঠে মুখ্যমন্ত্রীর পদত্যাগের। সেখান থেকে শুভেন্দু স্লোগান তোলেন 'দফা এক, দাবি এক-মমতার পদত্যাগ', দড়ি ধরে মারো টান রানী হবে খান খান।'
ভুক্তভোগী পরিবারের প্রতি শুভেন্দু আর্জি 'ছাত্রীর পরিবার যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'কে চিঠি দেয় তবে তার তাদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কারণ ওই পরিবারের নিরাপত্তা খুব জরুরী।'
এদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে যে ডাক্তারি ছাত্ররা আন্দোলন চালাচ্ছে প্রয়োজনে সেই আন্দোলনে যোগ দিয়ে আন্দোলনের মাত্রাকে আরো তীব্রতর করতে চায় ছাত্রীর বাবা-মা। শুক্রবার তারা বলেন 'ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা রয়েছি। প্রয়োজন হলে আমরাও সেখানে গিয়ে যোগ দেবো। কারণ আমরা এর একটা বিহিত চাই ও বিচার চাই।'
বিডি প্রতিদিন/হিমেল