মধ্যপ্রাচ্যে ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী’ আচরণের অভিযোগে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া।
স্থানীয় সময় শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে এ–সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার হামলার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিকারাগুয়া সরকার।
এদিকে, নির্বিচার হামলা এখন শুধু ফিলিস্তিনের গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে। ইয়েমেন, সিরিয়া ও ইরানে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে।
জানা গেছে, ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের।
৭ অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বর্ষপূর্তির পরপরই দেশটির সঙ্গে নিকারাগুয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানা গেল। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ