আগরতলা রেলওয়ে স্টেশনে আটক করা হলো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। তারা হলেন মো. আলমামুন মিঠু (৩০), বাড়ি চাঁদপুর এবং মনিকা খাতুন (৩০), বাড়ি লক্ষ্মীপুর।
ভারতের গভর্মেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) এবং গুয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাদের মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে আটক করা হয়। বিষয়টি জানিয়েছেন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাপস দাস।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাংলাদেশিরা জানিয়েছে দালালের সহযোগিতায় অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং ট্রেনে করে বেঙ্গালুরু পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। এ বিষয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং বুধবার(১৫ অক্টোবর) তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ