তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মার্কিন সামরিক-সংশ্লিষ্ট নয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল চীন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে বেইজিংয়ের সর্বশেষ পদক্ষেপ এটি। এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে একই অভিযোগে যুক্তরাষ্ট্রের পাঁচটি অস্ত্র কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল চীন।
তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। তাদের নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। তবে দ্বীপটিকে নিজেদের ভূখন্ডের অংশ বলে দাবি করে আসছে চীন। এই ভূখন্ডের নিয়ন্ত্রণ নিতে জোর চেষ্টা চালাচ্ছে তারা। এমনকি চীনের সঙ্গে তাইওয়ানের ‘একত্রীকরণে’ সামরিক শক্তি খাটানোর হুমকিও দিয়ে আসছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসা ওই নয়টি মার্কিন সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে। সেগুলো হলো- সিয়েরা নেভাদা করপোরেশন, স্টিক রুডার এন্টারপ্রাইজেস এলএলসি, কিউবিক করপোরেশন, এসথ্রি অ্যারোস্পেস, টিকম লিমিটেড পার্টনারশিপ, টেক্সটওর, প্ল্যানেট ম্যানেজমেন্ট গ্রুপ, এসিটি১ ফেডারেল এবং এক্সোভারা।