যুক্তরাষ্ট্রজুড়ে বেড়েছে মুসলিম বিদ্বেষ। তবে নিজের শেষবেলায় সেই ক্ষত পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন। এজন্য তিনি নতুন পন্থা নিয়ে হাজির হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদকাল শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে হোয়াইট হাউসের তরফে তৈরি করা হয়েছে একটি ‘ন্যাশনাল প্ল্যান’। এই পরিকল্পনা অনুযায়ী মুসলিমদের নিয়ে ভেদাভেদ, তাঁর প্রতি বিদ্বেষ-হিংসা দূর করতে শতাধিক উপায় বলা হয়েছে। এর আগে ২০২৩ সালে জো বাইডেন ইহুদি বিদ্বেষ দূর করতেও এমনই একটি পরিকল্পনা নিয়ে এসেছিলেন।
জানা গেছে, ইসলামোফোবিয়া বা মুসলিম বিদ্বেষ দূর করার জন্য এই প্রকল্প তৈরিতে বেশ কয়েক মাস লেগেছে মার্কিন কর্মকর্তাদের। তবে জো বাইডেনের কার্যকাল শেষ হওয়ার পর এই প্রকল্পের ভবিষ্যৎ কী হবে, তা নির্ভর করবে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। হোয়াইট হাউস জানিয়েছে, এই ন্যাশনাল প্ল্যান সবার জন্য সমান অধিকার, স্বাধীনতা এবং সুরক্ষার কথা বলবে। নতুন এই প্রকল্প রূপায়ণ নিয়ে একটি বিশেষ ঘোষণাও করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। যেখানে বলা হয়েছে, গত এক বছরে মার্কিন মুসলিম এবং আরব সম্প্রদায় হামলার শিকার হয়েছে। ফলে এমন কোনো কড়া প্ল্যানের প্রয়োজন ছিল।-এপি