ইউরোপে আরও গতি পেল ডানপন্থিদের উত্থান। নির্বাচনে অস্ট্রিয়ার কট্টর ডানপন্থি দল ফ্রিডম পার্টি জয়ী হলেও, দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠনের জন্য একটি জোট গঠন করতে হবে। অস্ট্রিয়ার সাধারণ নির্বাচনে কট্টর ডানপন্থি ফ্রিডম পার্টি (এফপিও) প্রথমবারের মতো জয়ী হয়েছে বলে ভোটের পূর্বাভাসে দেখা গেছে। এই ফলাফল ইউরোপজুড়ে ডানপন্থি দলের ক্রমবর্ধমান সমর্থনের ইঙ্গিত দিচ্ছে, যা মূলত অভিবাসন সম্পর্কিত উদ্বেগ থেকে তৈরি হয়েছে। ইউরো-বিরোধী ও রাশিয়া-সমর্থিত এফপিও দলটি কয়েক মাস ধরে জনমত জরিপে প্রধান প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চ্যান্সেলর কার্ল নেহামারের নেতৃত্বাধীন কনজারভেটিভ অস্ট্রিয়ান পিপলস পার্টি (ওভিপি) থেকে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল। এফপিও-এর নির্বাচনি প্রচারণায় অভিবাসন ও অর্থনৈতিক উদ্বেগ ছিল প্রধান বিষয়।
হারবার্ট কিকলের নেতৃত্বে ফ্রিডম পার্টি (এফপিও) ২৯.১ শতাংশ ভোট এবং কনজারভেটিভ অস্ট্রিয়ান পিপলস পার্টি (ওভিপি) ২৬.২ শতাংশ ভোট পেতে পারে বলে ফোরসাইট সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে। সম্প্রচারকারী ওআরএফ-এর জন্য এ পরিসংখ্যান তৈরি করেছে সংস্থাটি। পূর্বাভাসে আরও বলা হয়, মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাটদের ২০.৪ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির ডানপন্থিদের অভিবাসনবিরোধী অবস্থান ও ইইউয়ের নীতিমালা, বিশেষ করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার সমালোচনা অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি করেছে।