এক বৃন্তে শত ফুল! অলিম্পিককে বলাই যায়! অলিম্পিকের আরেক নাম ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’। খুবই স্বাভাবিক। শুধু ক্রীড়া নয়, বিশ্ব ইতিহাসে আর কোথাও এক আসরে একসঙ্গে এত খেলা, হাজার হাজার অ্যাথলেট এবং শত শত বর্ণিল পতাকা উড়তে দেখা যায় না। ১৮৯৬ সালে ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে পিয়েরে দ্যা কুবার্তিন গ্রিসের অ্যাথেন্সে শুরু করেছিলেন অলিম্পিক। সময়ের চোরাস্রোতে ১২৮ বছর পেরিয়েছে। ফের বিশ্বের ২০৬ দেশের ১০ হাজার ৬৭২ প্রতিযোগী ৩২টি ডিসিপ্লিনে ৩২৯ ইভেন্টে শ্রেষ্ঠত্ব প্রমাণে অংশ নেবেন। প্রেমের শহর, ভালোবাসার শহর, সাংস্কৃতির শহর, স্বপ্নের শহর প্যারিসে। ১৯০০ ও ১৯২৪ সালের পর পুনরায় প্যারিস আয়োজন করছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক। ইংল্যান্ডের রাজধানী লন্ডন এর আগে প্রথম শহর হিসেবে তিনবার অলিম্পিকের আয়োজন করেছে। ১৯০৮, ১৯৪৮ ও ২০১২ সালের অলিম্পিকের আয়োজক ছিল টেমস নদীর পাড়ের শহরটি। বিশ্বের অপরাপর দেশগুলোর সঙ্গে এবারও অলিম্পিকে খেলছে বাংলাদেশ। সাঁতার, অ্যাথলেটিকস, আর্চারি ও শুটিং- এ চারটি ডিসিপ্লিনে ৫ অ্যাথলেট বিশ্বমঞ্চে লাল-সবুজ পতাকাকে তুলে ধরতে লড়াই করছেন।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মরক্কো ফুটবল ম্যাচ দিয়ে এর মধ্যে শুরু হয়েছে অলিম্পিক। ম্যাচটি ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক। ম্যাচও শেষ হয়েছিল ২-২ গোলের ড্রয়ে। পরে ভিএআর দেখে দুই ঘণ্টা পর আর্জেন্টিনার গোল বাতিল করে পুনরায় ১৫ মিনিট খেলা হয়। শেষ পর্যন্ত ম্যাচটি মরক্কো জিতেছে ২-১ গোলে। মেয়েদের ফুটবলে যুক্তরাষ্ট্র ৩-০ গোলে জাম্বিয়াকে, জার্মানি ৩-০ গোলে অস্ট্রেলিয়াকে, ফ্রান্স ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়েছে। অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে মেয়েদের রিকার্ভ র্যাঙ্কিং আর্চারিতে বিশ্বরেকর্ড হয়েছে। একই ইভেন্টে মিশ্র দ্বৈতেও অলিম্পিক রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকে নারীদের র্যাঙ্কিং রাউন্ডে দক্ষিণ কোরিয়ার নারী আর্চার লিম সি-হিয়ন ৭২০ পয়েন্টের মধ্যে ৬৯৪ পয়েন্ট স্কোর করে গড়েন নতুন বিশ্বরেকর্ড। গতকাল মিশ্র দ্বৈতে দক্ষিণ কোরিয়ার দুই আর্চার ১৩৮০ পয়েন্ট স্কোর করে অলিম্পিক রেকর্ড গড়েন। আগের রেকর্ড ছিল ১৩৬৮, ২০২১ সালে টোকিও অলিম্পিকে।
গতকাল মধ্যরাতে চার ঘণ্টার অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের ৩৩তম পর্দা উন্মোচন হয়েছে। অবশ্য দুই দিন আগেই ফুটবল ও রাগবি দিয়ে মাঠে গড়িয়েছে দ্যা গ্রেটেস্ট শো আর্থ। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম ভিলেজের বাইরে উদ্বোধন হয়েছে। এই প্রথম অলিম্পিক স্টেডিয়ামের বাইরে মার্চপাস্ট হয়েছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে অনিন্দ্য সুন্দর প্যারিসের বুক চিরে কুলকুল করে বয়ে চলা স্যেন নদীতে। অ্যাথলেটরা আগে প্রিয় দেশের পতাকা নাড়িয়ে প্যারেড করতেন। এবার ৯৪টি নৌকায় পাড়ি দিয়েছেন স্যেন নদী। নৌকা যাত্রা শুরু হয়েছে বিখ্যাত আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিজ সেতু থেকে এবং শেষ হয়েছে ট্রোকাড রোতে। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জমকালো অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন বিশ্বব্যাপী পরিচিত এনবিসির মাইক তিরিকো।