কেনিয়ার নিয়েরি অঞ্চলে একটি পাহাড়ের পাশে নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে ১৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সূত্র : বিবিসি
খবরে বলা হয়, নিয়েরি অঞ্চলে একটি পাহাড়ের পাশে নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি স্কুলে আগুন লাগে মাঝরাতে। ওই দুর্ঘটনায় বহু শিক্ষার্থীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। স্কুলটিতে আগুন লাগার কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু জানাতে পারেনি।
দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো অগ্নিকাে র এ ঘটনাকে ‘ভয়াবহ ও বিধ্বংসী’ বর্ণনা করে তদন্তের নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রুটো লিখেছেন, ঘটনার জন্য কর্তৃপক্ষকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
পুলিশের মুখপাত্র রেসিলা ওনয়াঙ্গো বলেন, নিহতের অধিকাংশই এমনভাবে পুড়ে গেছে যে, তাদের শনাক্ত করা কঠিন। রেড ক্রস সোসাইটি জানিয়েছে, ছাত্র-শিক্ষকের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, কেনিয়ার স্কুলগুলোয় আগুনের ঘটনা প্রায়ই ঘটে। এর আগে ২০১৭ সালে রাজধানী নাইরোবির মোই গার্লস হাই স্কুলে অগ্নিকাে ১০ শিক্ষার্থী নিহত হয়। তবে কেনিয়ার গত ২০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকা টি ঘটেছিল নাইরোবির দক্ষিণ-পূর্বে মাচাকোস কাউন্টিতে। ওই অগ্নিকাে অন্তত ৬৭ শিক্ষার্থী মারা গিয়েছিল।