চট্টগ্রামের সীতাকুন্ডে এস এন করপোরেশনের একটি জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জাহাঙ্গীর হাওলাদার ও বরকত উল্লাহ। গতকাল ভোর ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ছয়জনে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে জাহাঙ্গীরের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায় এবং বরকতের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। জাহাঙ্গীরের শরীরের ৭০ এবং বরকতের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে আরও দুজন চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নে এস এন করপোরেশনের একটি ইয়ার্ডের সমুদ্র উপকূলে জাহাজ কাটার সময় পাম্প হাউসে বিস্ফোরণ ঘটলে ১২ জন শ্রমিক দগ্ধ হন। আহতদের মধ্যে এর আগে খায়রুল শেখ, আহমেদ উল্লাহ, আল আমিন ও হাবিব মারা যান।