মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হলো। দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। গতকাল ভোর থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারা দেশে মন্ডপে-মন্ডপে চন্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন, ঢাক-কাঁসা ও শঙ্খ বাজিয়ে দেবীকে আহ্বান জানান ভক্তরা।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এদিন সকাল ৬টায় মহালয়ার অনুষ্ঠান শুরু হয়। চন্ডীপাঠ দিয়ে শুরু হয় দেবীর আবাহন। পরে সকাল ১০টায় পূজার মধ্য দিয়ে শেষ হয় মহালয়ার আনুষ্ঠানিকতা।
এবার দেবীর আগমন ঘটবে ‘দোলায়’। শাস্ত্রমতে, দোলায় আগমনের অর্থ পৃথিবীতে মড়ক দেখা দিতে পারে। রোগ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দেবী গমন করবেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। এর ফলে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, অস্থিরতা দেখা দিতে পারে।
মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বছর রাজধানীর ২৪০টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সারা দেশে ৩২ হাজার ৬৬৬টি পূজামন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আর ১২ অক্টোবর দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।