স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি দেশব্যাপী ধ্বংসলীলা চালিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে ভর করে ১৯৭১ সালে যারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র চায়নি, এদেশকে যারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, জঙ্গিগোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিল, তারাই দেশের সম্পদ বিনষ্ট, সহিংসতা ও ধ্বংসলীলা চালিয়েছে।
তিনি বলেন, বগুড়াও বাদ যায়নি এই ধ্বংসলীলা থেকে। বগুড়ায় মুক্তিযোদ্ধা সংসদ, মুজিবমঞ্চ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, আওয়ামী লীগ কার্যালয়, আওয়ামী লীগ নেতার ব্যবসায়ী প্রতিষ্ঠান, জাজেস ভবন, ভূমি অফিস, পুলিশ বক্স, সম্মিলিত সাংস্কৃতিক জোট অফিস, টাউন ক্লাবসহ অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ধ্বংসলীলা চালিয়েছে। যারা দেশ চায়নি, যারা স্বাধীনতা চায়নি তারাই এ ধরনের হামলা চালিয়েছে।
এর আগে, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বগুড়া জেলা পুলিশ সুপার জাকির হাসান।
এসময় উপস্থিত ছিলেন বগুড়ার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই