চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রবিবার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিজ করছি যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। অন্তত এই (অন্তর্বর্তী সরকার) আমলে মিডিয়া চাটুরকারিতা করলে তা বন্ধ করে দেওয়া হবে। এক্ষেত্রে বিদেশি চাপ থাকলে থাকবে। তবুও মানা হবে না।
তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবেন না। একটা দেশ ডোবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না।
বিডি প্রতিদিন/একেএ