বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিবের দায়িত্ব পেলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহিনা সুলতানা।
মঙ্গলবার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিবের চাকরি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করে।
একই আদেশে টাঙ্গাইলের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব) শাহীন আক্তার সুমিকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ব্যবস্থাপক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি উপ-সচিব (ক্যাডার বহির্ভূত) হাছিনা বেগমকে সরকারি কর্ম কমিশনের পরিচালক হিসেবে পদায়ন করেছে।
বিডি প্রতিদিন/নাজিম