ছাত্র-জনতার আন্দোলনে নতুন বাংলাদেশ গঠন নিয়ে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তাতে সবাই আশাবাদী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিটির প্রধান ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা নিজেদের জয়ী ভাবছেন, তাদের অনেকের এজেন্ডার মধ্যে রাষ্ট্র সংস্কারের চিন্তা-চেতনাটাও নেই। তাদের মধ্যে এখনও বিভিন্নভাবে বৈষম্য জিইয়ে রাখার এজেন্ডা রয়েছে।
শনিবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক পরামর্শ সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, অতীতের মতো এখনও সিভিল সোসাইটিতে চাপ ও ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। যখন যে সরকার ক্ষমতায় যায় সিভিল সোসাইটিকে শত্রু ভেবেছেন, রাষ্ট্রদ্রোহী বলেছেন, মামলা করেছেন। এ অবস্থার পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, ক্ষমতার বাইরে থাকলে এক রূপ, ক্ষমতায় গেলে আরেক রূপ- রাজনৈতিক দলগুলোকে এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে। সংস্কার করতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত