সুমাইয়া চৌধুরী কৃতিকা, বাংলাদেশের একমাত্র সার্টিফায়েড ফিটনেস কোচ এবং জুম্বা ইনস্ট্রাক্টর। যিনি পার্সোনাল ট্রেনিং এবং নিউট্রিশনের যুক্তরাষ্ট্র থেকে সার্টিফিকেট প্রাপ্ত। এ আন্তর্জাতিক ফিটনেস পার্টি প্রোগ্রামের লাইসেন্স এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পেয়েছেন হাতেগোনা কয়েকজন। তাদের মধ্যে কৃতিকা সর্বকনিষ্ঠা। মাত্র ২৫ বছর বয়সি এ সফল ফিটনেস ট্রেনার বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা আর মালদ্বীপের জুম্বা কমিউনিটি কাউন্সিল ভলান্টিয়ার, যেটি একটি বিরল সম্মান। তিনি ২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়া ফিটনেস কনফারেন্সের আসরে প্রথম বাংলাদেশি কোচ হিসেবে চ্যাম্পিয়ন হন। সম্প্রতি বিশ্বের প্রায় সব কটি দেশ নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জুম্বা কনভেনশন ২০২৪ সম্মেলনে বিশ্বের প্রায় ছয় হাজারের বেশি জুম্বা ইনস্ট্রাক্টর অংশগ্রহণ করেন। চমক জাগানো বিষয় হলো, প্রথমবারের মতো এ অনুষ্ঠানে যোগ দিয়েই বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন কৃতিকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা প্রাপ্তি। কখনো ভাবিনি এতগুলো দেশের সঙ্গে আমি আমার পতাকা নিয়ে দাঁড়াতে পারব।’ এ সম্মেলনে জুম্বা ফিটনেসের প্রতিষ্ঠাতা ‘বেটো পেরেজ’সহ সব নাম করা ইনস্ট্রাক্টর উপস্থিত ছিলেন। এ ছাড়াও দুই মাসব্যাপী এ সফরে কৃতিকা সংযুক্ত হয়ে কিছু দিন কাজ করেছিলেন টেক্সাস অঙ্গরাজ্যের গোল্ডস জিম, ফিটনেস ফোর জিম এবং রকবক্স ফিটনেসের সঙ্গে। কৃতিকা আরও জানান, ‘বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এ দুই দেশের ফিটনেস ইন্ডাস্ট্রির মধ্যে যে বিস্তর পার্থক্য রয়েছে তা নিয়ে তিনি দেশে কাজ করবেন।’ ২০১৮ সালে মডেলিংয়ে ক্যারিয়ার শুরু তার। কাজ করেছেন স্টিল ফটোগ্রাফিতে। র্যাম্পেও ক্যাটওয়াক করছেন, তবে খুব বেশি নিয়মিত নন। এখন তার মনোযোগের পুরোটাজুড়ে রয়েছে ফিটনেস ও জুম্বা। ঢাকা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করা ও বেড়ে ওঠা কৃতিকা জানান, ‘হঠাৎ করেই জুম্বা নিয়ে উৎসাহ জাগে। শুরু থেকেই ছিলাম ফিটনেস সচেতন। নিজের ফিটনেসের পাশাপাশি পড়াশোনা শুরু করি ফিটনেস ট্রেনিং বিষয়ে। এ আগ্রহই পরবর্তীতে পার্সোনাল ফিটনেস ট্রেইনার সার্টিফিকেট অর্জন করতে সাহায্য করে। কাজ শুরু করি ‘ট্যাপআউট’ এবং ‘এফ-ফোরটিফাইভ’ নামে দুটি আন্তর্জাতিক চেইনে। ২০২১ সাল থেকে জুম্বা নিয়ে পড়াশোনার চেষ্টায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে জুম্বা ইনস্ট্রাক্টর লাইসেন্স অর্জন করি।’ শারীরিক সুস্থতা ও পারফেক্ট বডি টোনের প্রতি কৃতিকার প্রবল অনুরাগ। তাই ফিটনেস সংক্রান্ত বিভিন্ন কোর্স করতে থাকেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও ছিলেন বেশ কিছু দিন। কভিড পিরিয়ডে জুম্বার প্রতি আকর্ষণ বাড়ে তার। অংশ নেন আন্তর্জাতিক ফিটনেস প্রোগ্রামে। এরপর দীর্ঘ প্রক্রিয়া ও পরীক্ষার ভিতর দিয়ে ট্রেইনার হিসেবে অর্জন করেন লাইসেন্স। ইতোমধ্যে ফিটনেস সংশ্লিষ্ট বেশ কিছু মর্যাদাপূর্ণ সার্টিফিকেট অর্জনকারী প্রফেশনাল ফিটনেস ট্রেইনার কৃতিকা। তিনি বলেন, ‘আগামীতে ফিটনেসের ওপর মূল ফোকাস রাখতে চাই। আর জুম্বাকে বাংলাদেশে পরিচিত করার লক্ষ্যে কাজ করে যেতে চাই।’ এদিকে সম্প্রতি নিজের একটা জুম্বা অ্যান্ড ফিটনেস স্টুডিও প্রতিষ্ঠা করেছেন তিনি। যেখানে রয়েছে প্রায় ৬০ জন পার্সোনাল ট্রেনিং ক্লায়েন্টস। আরও রয়েছে ‘কোচ কৃতি’ নামে একটি সোশ্যাল নেটওয়ার্কিং স্কুল। যেখানে করপোরেট কর্মজীবীসহ রয়েছেন শোবিজ মিডিয়ার বেশ কয়েকজন পরিচিত মুখ। এ প্রসঙ্গে কৃতিকা বলেন, ‘এটি হচ্ছে আমার সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে গড়ে তোলা প্রতিষ্ঠান। যেখানে আমি জুম্বা ওয়ার্ক আউট করিয়ে থাকি। আমার ক্লায়েন্টস অধিকাংশই করপোরেট কর্মজীবী। যারা জিমেই আসতে সময় পান না এবং স্ট্রেস রিলিভ করতে চান। তবে পরীমণি, অপু বিশ্বাস, দিলরুবা দোয়েলসহ শোবিজের অনেকেই আমার সেশনে নিয়মিত আসেন। আমি জেটআইএন হিসেবে এই ফিটনেস সেশনগুলো পরিচালনা করি। তা ছাড়া আমি করপোরেট শোসহ বিভিন্ন জুম্বা সেশন পরিচালনা করছি। দেশে আমিই প্রথমবারের মতো অ্যাকুয়া করিয়েছি।’ কৃতিকা গিয়াস উদ্দীন সেলিমের ‘গুণীন’-এ অভিনয় করেন। তবে মডেলিং-অভিনয়ে আপাতত সময় দিতে পারছেন না কৃতিকা। তিনি জানান, যদি কোচ কৃতিকার প্রফেশন ও চরিত্রের সঙ্গে মিল রেখে কোনো কাজের অফার আসে, তবে কাজ করতে চান।
শিরোনাম
- বগুড়ায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ গ্রেফতার ৩
- জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যকর ভূমিকা রাখবে : মেয়র শাহাদাত
- নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ৩
- ‘আমরা আদৌ দুর্নীতিমুক্ত কিনা তা প্রকাশ্যে থাকা উচিত’
- বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক
- বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনের কর্মসূচি ঘোষণা
- ডিসেম্বরের দুই সপ্তাহে এলো ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স
- রায়পুরে ইউএনও’র অপসারণের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধন
- এসএসসির ফরম পূরণের সময় আরও বাড়ল
- সিরাজগঞ্জে গভীর রাতে ডিসির কম্বল বিতরণ
- বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
- নির্বাচন কবে জনগণের তা জানার অধিকার আছে : তারেক রহমান
- মানিক মিয়া অ্যাভিনিউতে বিজয় দিবস কনসার্টে গাইবেন যারা!
- বেনজীর ও মতিউর পরিবারের বিরুদ্ধে ৬ মামলা
- বগুড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেফতার
- নরসিংদী চেম্বার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৮ পরিচালক
- সারা দেশে বিআরটিএর অভিযানে পৌনে দুই লাখ টাকা জরিমানা
- চট্টগ্রামে আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- বাগেরহাটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার
- হঠাৎ টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা
প্রকাশ:
০০:০০, শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪
বিশ্বমঞ্চে কৃতিকার অর্জন
♦ বাংলাদেশের একমাত্র জুম্বা ইনস্ট্রাক্টর ♦ সার্টিফায়েড ফিটনেস কোচ
পান্থ আফজাল
টপিক
এই বিভাগের আরও খবর