হাতছানি ছিল হোয়াইটওয়াশের। চতুর্র্থ ম্যাচটি হেরে গেলে সেই স্বপ্ন হাতছাড়া হয় বাংলাদেশ নারী ‘এ’ দলের। গতকাল ছিল ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচ। বোলিং শাসিত ম্যাচটি অনায়াসে জিতে সফর শেষ করেছে রাবেয়া খানরা। স্বাগতিক শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৫৪ রানে গুঁড়িয়ে ৫০ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে নারী ক্রিকেটাররা। সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। অভিনব পদ্ধতিতে প্রবাসীদের পছন্দের ক্রিকেটার নিয়ে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপের প্রস্তুতি নিতেই ‘এ’ দলের ব্যানারে জাতীয় দল শ্রীলঙ্কা সফর করেছে। বিশ্বকাপের আগের প্রস্তুতিটা ভালো হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। টস জিতে প্রতিপক্ষ স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মারুফা আক্তার, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬.২ ওভারে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। লেগ স্পিনার রাবেয়া ৭ রানের খরচে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন ফাহিমা, মারুফা ও নাহিদা। স্বাগতিকদের পক্ষে কোনো ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করে করেন সান্দামিনি ও ভিহাঙ্গা। ৫৫ রানের টার্গেটে ১১.৪ ওভারে জয়ে বন্দরে পৌঁছায় নারী দল। দিলারা আক্তার অপরাজিত ৩৩ ও নিগার সুলতানা ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।