আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথমবার অনুষ্ঠিত হয় ২০১৯-২১ সালে। সেবার চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ফাইনালে তারা ভারতকে ৮ উইকেটে পরাজিত করে। ভারত প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়। জবাবে নিউজিল্যান্ড করে ২৪৯ রান। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারত করে ১৭০ রান। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৯ রান। ২ উইকেট হারিয়ে ১৪০ রান করে জয় তুলে নেয় কিউইরা। ম্যাচসেরা হন কাইল জেমিসন।